সাঘাটায় উন্নয়ন কাজের উদ্ধোধন করেন সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন" এমপি 151 0
সাঘাটায় উন্নয়ন কাজের উদ্ধোধন করেন সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন" এমপি
আনোয়ার হোসেন রানা গাইবান্ধা থেকেঃ
যমুনা নদীর ডান তীরের ভাঙ্গন হতে রাক্ষা পাওয়ায় গাইবান্ধার সাঘাটা
উপজেলার গোবিন্দি, হলদিয়া ও ফুলছড়ি উপজেলার কাতলামারী এলাকা রক্ষা ( ১
সংশোধিত ) প্রকল্পের আওতায় নদীর তীর সংরক্ষনে ২টি প্যাকেজে ৩৮৪.৮২ মিটার
এবং সাঘাটা - বারকোনা - জুমার বাড়ি- সোনাতলা মহা সড়কের ( জেড ৫০৩৬ )
প্রশস্ত করণের কাজের উদ্ধোধন করা হয়েছে। এসব প্রকল্পের উদ্বোধন করেন
স্হানীয় সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন" এমপি। সোমবার এ উপলক্ষ্যে
ডাকবাংলা বাজার চৌরাস্তা মোড়ে ভিত্তি প্রস্তরও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
ঘুড়িদহ ইউনিয়ন আ" লীগ সভাপতি অনিল কুমার বর্মণের সভাপতিত্বে বক্তব্য
রাখেন রংপুর বিভাগের পাউবো তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবীব,গাইবান্ধা
জেলা সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী ফিরোজ আকতার, জেলা আ" লীগ সহ সভাপতি
আনোয়ারুল ইসলাম, উপজেলা আ" লীগ সভাপতি এ্যাড, এসএম সামশীল আরেফিন টিটু,
ইউএনও, ইসাহাক আলী, সহ সভাপতি হায়দার আলী, চেয়ারম্যান মোশাররফ হোসেন
সুইট, ওসি রাকিব হোসেন প্রমূখ